Airtel World Cup 2018 offer

Airel World Cup 2018 offer/simbd5.blogspot.com

ক্যাম্পেইনের বিবরণ:
বিশ্বকাপে এয়ারটেল তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ফেভারিট টিমের প্রতিটি গোল সেলিব্রেট করার এক দারুণ সুযোগ।

এয়ারটেল-এর গ্রাহকরা ৩টি ভিন্ন রিচার্জে ৩ রকমের অফার উপভোগ করতে পারবে। এই অফারে গ্রাহকরা তার ফেভারিট টিম-এর প্রতি গোলে পাবে ১ জিবি 4G ইন্টারনেট। অফারগুলো নিচে দেওয়া হলো:

যাদের জন্য প্রযোজ্য: এয়ারটেল-এর সকল প্রি-পেইড ইউজার


প্রোডাক্ট-এর বিবরণ:
৫৯৯ টাকা রিচার্জ (শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য):
১.এয়ারটেল গ্রাহকরা ৫৯৯ টাকা রিচার্জ করলেই উপভোগ করতে পারবে ৬ জিবি ইন্টারনেট (মেয়াদ-৩০ দিন), ৬০০ লোকাল মিনিট (মেয়াদ-৩০ দিন) এবং মাই স্পোর্টস সাবস্ক্রিপশন (মেয়াদ-৩০ দিন)
২.গ্রাহকরা একটি জার্সি পাবে রিটেইল পয়েন্ট থেকে (স্টকে থাকা সাপেক্ষে)
৩.গ্রাহককে সেন্ড অপশনে গিয়ে তার ফেভারিট টিমের পূর্ণ নাম লিখে ২২২২২ নাম্বারে সেন্ড করতে হবে। টিমের নাম লিখে পাঠালেই হয়ে যাবে রেজিট্রেশন আর তারপর রেজিস্টার্ড ফেভারিট টিমের প্রতি গোলে গ্রাহক পাবে ১ জিবি করে 4G ইন্টারনেট (মেয়াদ-৭ দিন)। ২২২২২ নাম্বার থেকে ফিরতি এসএমএস-এ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে কিনা জানানো হবে।

২৯৯ টাকা রিচার্জ:
১.এয়ারটেল গ্রাহকরা ২৯৯ টাকা রিচার্জ করলেই উপভোগ করতে পারবে ২ জিবি ইন্টারনেট (মেয়াদ-৩০ দিন), ২০০ লোকাল মিনিট (মেয়াদ-৩০ দিন) এবং মাই স্পোর্টস সাবস্ক্রিপশন (মেয়াদ-৩০ দিন)
২.গ্রাহককে সেন্ড অপশনে গিয়ে তার ফেভারিট টিমের পূর্ণ নাম লিখে ২২২২২ নাম্বারে সেন্ড করতে হবে। টিমের নাম লিখে পাঠালেই হয়ে যাবে রেজিট্রেশন আর তারপর রেজিস্টার্ড ফেভারিট টিমের প্রতি গোলে গ্রাহক পাবে ১ জিবি করে 4G ইন্টারনেট (মেয়াদ-৭ দিন)। ২২২২২ নাম্বার থেকে ফিরতি এসএমএস-এ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে কিনা জানানো হবে।

১২৯ টাকা রিচার্জ:
১.এয়ারটেল গ্রাহকরা ১২৯ টাকা রিচার্জ করলেই উপভোগ করতে পারবে ৩ জিবি ইন্টারনেট (মেয়াদ-৭ দিন) এবং মাই স্পোর্টস সাবস্ক্রিপশন (মেয়াদ-৭ দিন)
২.গ্রাহককে সেন্ড অপশনে গিয়ে তার ফেভারিট টিমের পূর্ণ নাম লিখে ২২২২২ নাম্বারে সেন্ড করতে হবে। টিমের নাম লিখে পাঠালেই হয়ে যাবে রেজিট্রেশন আর তারপর রেজিস্টার্ড ফেভারিট টিমের প্রতি গোলে গ্রাহক পাবে ১ জিবি করে 4G ইন্টারনেট (মেয়াদ-৭ দিন)। ২২২২২ নাম্বার থেকে ফিরতি এসএমএস-এ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে কিনা জানানো হবে।

ক্যাম্পেইনের অন্য দুটি অফার অর্থাৎ ৫৯৯ টাকা অথবা ১২৯ টাকার অফারটি উপভোগ করতে পারবেন।
If You Enjoyed This, Take 5 Seconds To Share It